ছেলেটার নাম আদর (ছন্দ নাম)
আর মেয়েটার নাম আধুরী (ছন্দ নাম)
ভলোবাসার একটি ছোট নাম থাকে কিন্তু এ গল্পে কোন নাম নেই এই ভালোবাসাটার।সাদা কালো রঙ্গের ভালোবাসা।
ছেলেটার সাথে মেয়েটার দেখা হয় একটি বিয়ের অনুষ্ঠানে, প্রথম দেখাতে ছেলেটি প্রেমে পরে মেয়েটির।শেষ পর্যন্ত অনেক কষ্ট করে প্রপোজ করে মেয়েটিকে।কিন্তু সাথে সাথে কোন রেজাল্ট পায় না।পাওয়ার কথাও না।একটা অপরিচিত ছেলে যার নাম জানা নেই, দেখা হয়নি কোন দিন তাকে প্রথমমেই তো হ্যাঁ বলে দেয়া যায় না।যাই হোক মেয়েটি কোন রকম খোজ খবর নিয়ে জানলো ছেলেটি সম্পর্কে, মোটামুটি ভালো ছেলেই।
হঠাৎ এক সন্ধ্যায় অচেনা একটা নাম্বার থেকে কল আসে ছেলেটির ফোনে।
আদর-হ্যালো আসসালামু আলাইকুম
(অপরিচ একটা কন্ঠে ওপাশ থেকে বলে উটলো)
আদূরী-ওয়ালাইকুম আসসালাম,আসসালামু আলাইকুম,
আদর-ওয়ালাইকুম আসসালাম,কে আপনি?
অধূরি-আপনি যার ফোনের অপেক্ষায় আছেন?
আদর-আমি কার ফোনের অপেক্ষায় আছি?
আদূরি- এতো তারাতারি ভূলে গেলেন? যাকে প্রপোজ করেন তাকেই মনে নেই?
আদর- সরি সরি আপনি?আসলে আমি কখনো অপরিচিত মেয়ের সাথে কথা বলিনি তো তাই।
আদূরী-বাহ, এতো ভদ্র আপনি?
আদর- যা হোক, আপনার নাম টা জানা হয় নি,একটু বলবেন?
আদূরী- নাম না জেনে ভালোবেসে ফেলেছেন?
আদর- আসলে ভালোবাসতে নামের প্রয়োজন হয় না,দুটো মন একসাথে হলেই ভলোবাসা হয়।
আদূরী- তাহলে নাম জেনে কি হবে?
আদর- তারপরও কথা বলবো নাম টা তো জানা থাকা দরকার।
আদূরী- হুম,আমার নাম আদূরী।আপনার?
আদর- আমার নাম আদর,আচ্ছা একটা কথা বলি?
আদূরী- হুম বলেন।
আদর- আপনি সত্যি অনেক সুন্দর
আদূরী- সত্যি?
আদর- হুম
আদূরী- আচ্ছা আম্মু ডাকছে পরে কথা হবে। আদর - মাত্রই তো শুরু হলো আরেকটু বলেন।
আদূরী- না,বেশি কথা বলা যাবে না।আর যখন তখন কল দিবেন না।কারন ফোনটা আম্মুর, আমি যখন সুযোগ পাই আপনাকে কল দিবো।আমি দেয়া ছাড়া আপনি দিবেন না।ভালো থাকিয়েন
আদর- আচ্ছা
মেয়েটি ফোন কেটে দেয়।
ছেলেটি মনে তখন আনন্দের জোয়ার।
মনে মনে হাজার রং এর রংতুলি দিয়ে কতো রকম স্বপ্ন তার চোখে।আর ফোন হাতে নিয়ে বসে থাকা কখন আসবে মেয়েটির কল।
(চলবে)
You must be logged in to post a comment.