আপনার পেট পরিষ্কার করার জন্য ঔষধ খাওয়ার প্রয়োজন নেই। আমি পরীক্ষিত একটা হারবাল পানীয়র কথা বলছি। আপনি পুরনো কোন হিন্দু সম্প্রদায়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন সোনা পাতা কোথায় পাওয়া যায় বা যাবে। সাধারণত যেসব দোকানে কবিরাজী ঔষধের বিভিন্ন উপাদান পাওয়া যায় সেসব দোকানে আপনি অবশ্যই সোনাপাতা পাবেন।
সোনাপাতা দেখতে সোনালী চিকন অনেকটা সজনে পাতার মত। ২৫০ গ্রাম পাতার দাম পড়বে ৩০/৩৫ টাকা। আপনি ১ গ্লাস পানিতে ২ চিমটি পাতা রাতে ভিজিয়ে রেখে সকাল বেলা পানিটা ছেঁকে খেয়ে ফেলবেন। অথবা একটা সসপ্যানে বা ছোট ডেকচিতে ১ মগ পরিমাণ পানি দিয়ে জ্বাল দিতে থাকুন। পানি ফুটলে চা পাতা যেভাবে দেয় সেরকম দু চিমটি পাতা ছেড়ে দিন ফুটন্ত পানিতে। ১/২ মিনিট পর দেখবেন পাতা থেকে চায়ের লিকারের মত গাড় রঙ বের হচ্ছে। ৪/৫ মিনিট এভাবে ফুটিয়ে পানির রঙ লিকারের মত হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। তারপর একটু ঠাণ্ডা হলে সকাল বেলা খালি পেটে খেয়ে নিন। ৩০/৪০ মিনিট পর পেট পরিষ্কার হয়ে যাবে।
সোনাপাতার পানি খেয়ে বাথরুমের আশেপাশে থাকবেন। আর ঘরের বাইরে গেলে মাথায় রাখবেন যেন দ্রুত বাথরুমে যেতে পারেন। আপনার ২ থেকে ৩ বার পেট পরিষ্কার হবে। যা ভিতরে থাকে সব চিপে বের করে দিবে।
সপ্তাহে ২/৩ দিন এই জোলাব টা খেতে পারেন। আপনার পেটে সহজে গ্যাস ফর্ম করবেনা।
পেট পরিষ্কারের জন্য এর চেয়ে ভালো ঔষধ পৃথিবীতে নেই। খেলে বুঝতে পারবেন। ধন্যবাদ।
You must be logged in to post a comment.