বর্তমানে মোবাইল চার্জ করার সময়, স্ট্যান্ডার্ড চার্জার গুলো ২-আম্পায়ার পাওয়ার কনজিউম করে থাকে। ফাস্ট চার্জার এর বেলায় তারচেয়েও বেশি। কিন্তু চার্জ না করলে সেটা জিরো তে নেমে আসে।
এখন যদি বলেন যে, চার্জারের সার্কিট বা ইন্ডিকেটর তো অবশ্যই বিদ্যুৎ ছাড়া সচল হয়না। সেই হিসেবে আমি বলবো, এটা নিতান্তই সামান্য ব্যাপার। বছর শেষে দেখবেন এক টাকা পরিমাণ বিলও আসে নি। যে কারণে চার্জার লাগিয়ে রাখলে বিদ্যুৎ অপচয় হবে বা বিল বেশি আসবে. এমনটা ভাবার প্রয়োজন নেই।।।
এটা অবশ্য একটা ভালো প্রশ্ন করছেন।
স্বাভাবিকভাবে ক্ষতির সম্ভাবনা নাই বললেই চলে। তবে, প্রায় সময় সর্ট-সার্কিট বা বৈদ্যুতিক দুর্ঘটনার ফলে নষ্ট হয়ে যেতে পারে। এমনটা শুধু চার্জার ক্ষেত্রে নয়. অন্যান্য ডিভাইসও এভাবে নষ্ট হতে পারে।
আমার ফোনের চার্জার সারা বৎসর মাল্টিতে লাগানো থাকে। এখন পর্যন্ত এমন কিছু হয়নি। (আমি যেখানে থাকি, সপ্তাহে দু-তিনটা ট্রান্সফর্মার ব্লাস্ট হয়)
এজন্য সার্কিট ব্রেকার লাগানো টা সবচেয়ে নিরাপদ বলে মনে করি
Hi
You must be logged in to post a comment.